সর্বশেষ

রাজনীতি

মির্জা আব্বাসসহ ১৬৭ বিএনপি নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত ঘটনায় দায়ের করা ‘সরকারি কাজে বাধা ও গাড়ি পোড়ানো’র মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, রুহুল কবির রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ সোমবার পুলিশ কর্তৃক দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ আসামিদের অব্যাহতির সুপারিশ করে।

২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপির নেতাকর্মীদের একাধিক মিছিল নয়াপল্টনে সমবেত হয়ে যানচলাচল বন্ধ করে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে অভিযোগ ওঠে। এ সময় কয়েকটি গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামলার ঘটনাও উল্লেখ করা হয় এজাহারে।

তবে সাত বছর পর মামলার তদন্তে এসব অভিযোগের প্রমাণ মেলেনি বলে জানায় পুলিশ। এ মামলায় অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন কফিল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, নিপুণ রায়, রফিকুল ইসলাম মজনু, জহির উদ্দিন তুহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতা।

মির্জা আব্বাসের আইনজীবী বলেন, “ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলায় অবশেষে সুবিচার পাওয়া গেছে।”

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন