সর্বশেষ

রাজনীতি

বিএনপি নেতা ইশরাক হোসেনের পারিবারিকভাবে বাগদান সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীতে পারিবারিকভাবে এই আংটিবদলের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। বিষয়টি শনিবার (১১ অক্টোবর) নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইশরাক হোসেনের বাগদত্তা ব্যারিস্টার নুসরাত খান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের জ্যেষ্ঠ কন্যা। হঠাৎ করেই পারিবারিকভাবে এই বাগদানের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন। তিনি নবদম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানকার ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

২০১১ সালে পড়াশোনা শেষ করে কিছুদিন যুক্তরাজ্যে স্থানীয় মোটরগাড়ি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে দেশে ফেরেন ইশরাক। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পিতার আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন