সর্বশেষ

জাতীয়

শিক্ষকদের কর্মবিরতি : আজ দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

একইসঙ্গে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকদের দাবি, বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ভাতা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। একইসঙ্গে তারা চিকিৎসা ভাতা বাবদ প্রতিমাসে ১ হাজার ৫০০ টাকা দাবি করেছেন।

আন্দোলনকারীরা জানান, গতকাল (১৩ অক্টোবর) তারা নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ আয়োজন করবেন। এর পাশাপাশি শহীদ মিনারে অবস্থান ও সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতিও অব্যাহত থাকবে।

শিক্ষকদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দাবি আদায়ে সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এমনকি “মার্চ টু যমুনা”-এর মতো বৃহত্তর কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

এদিকে, আন্দোলন চলাকালে পুলিশের হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগও উঠেছে, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক নেতারা। তাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি বাধা অনাকাঙ্ক্ষিত এবং অগণতান্ত্রিক।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন