আসন ভাগাভাগি নিয়ে অনৈক্য, ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের জরুরি বৈঠক
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়েই জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বাকি শরিকরা।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে জোটভুক্ত ১০টি দলের শীর্ষ নেতারা অংশ নিলেও ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
এর আগে প্রত্যাশিত আসনে ছাড় না পেলে জোট ছাড়ার ইঙ্গিত দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই প্রেক্ষাপটেই তাদের অনুপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জোট সংশ্লিষ্ট এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল জানান, বৈঠকে তাদের দলের আমির মামুনুল হকসহ ১০ দলের নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা গেছে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়নি।
১১৮ বার পড়া হয়েছে