চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
১২৩ বার পড়া হয়েছে