সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রধারী ডাকাতের ভয়াবহ লুটপাট

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে সাড়ে চার লাখ টাকা লুট করার ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তানিয়া জাহান হ্যাপী (৩৮) শনিবার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার শেষ করে ঘুমের জন্য যাওয়ার পর রাত ১টা ৩০ মিনিটের দিকে বাথরুমে গেলে চারজন মুখোশধারী দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে এবং গামছা দিয়ে মুখ বেঁধে বাড়ির পিছনের বাঁশঝাড়ে টেনে নিয়ে যায়।

দুর্বৃত্তরা হুমকি দিয়ে জিজ্ঞেস করে যে ব্যাংক থেকে তোলা টাকা কোথায় রাখা হয়েছে। প্রথমে তিনি অস্বীকার করলে তাকে মারধর করা হয়। পরে তিনি জানাতে বাধ্য হন যে টাকা গোয়াল ঘরে রাখা। এরপর তিনজন ডাকাত সেখানে গিয়ে ভ্যানিটি ব্যাগে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা এবং বাড়িতে জমা রাখা ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

লুটপাটের পর তারা তাকে বাড়ির পাশে ড্রেনে ফেলে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্বামীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক আখতারুজ্জামান লিটন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন