আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির আজ রোববার নবম ও শেষ দিন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬১১ থেকে ৬৪৫ নম্বর ক্রমিকের আপিলসহ অপেক্ষমাণ থাকা বাকি আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।
ইসির তপশিল অনুযায়ী, আপিল শুনানি শেষে আগামীকাল সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
গতকাল শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে সকাল ১০টা থেকে এক দফা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত অষ্টম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার শুনানি পরিচালনা করেন। এ সময় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ আইন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অষ্টম দিনের শুনানিতে আরও ৪৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। একই দিনে ৩৭ জনের আপিল নামঞ্জুর করা হয়। এর মধ্যে ১৩টি ছিল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ২৪টি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আরও দুটি আপিল মঞ্জুর হওয়ায় মোট ১৫ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যায়। শুনানিতে অনুপস্থিত থাকায় দুজন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়। এ ছাড়া ৯টি আপিল প্রত্যাহার করা হয় এবং ১৯টি আপিল পরবর্তী দিনের শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়।
ইসি সূত্র জানায়, অষ্টম দিনে ৫১১ থেকে ৬১০ নম্বর ক্রমিকের আপিল এবং আগে অপেক্ষমাণ থাকা আরও ১২টি মিলিয়ে মোট ১১২টি আপিলের নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে মোট ৪৫টি আপিল মঞ্জুর ও ৩৭টি নামঞ্জুর করা হয়।
এ পর্যন্ত আট দিনের আপিল শুনানিতে মোট ৩৯৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে নির্বাচন কমিশন ১৪৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করায় তারা প্রার্থিতা হারিয়েছেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইকালে জমা পড়া দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর পক্ষে তিনটি আসনে দাখিল করা মনোনয়নপত্র বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করা হয়।
ইসির প্রাথমিক বাছাই বিশ্লেষণে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অধিকাংশই বাদ পড়েছেন এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর না থাকায়। এ ছাড়া ভোটার যাচাইয়ে ত্রুটি, প্রয়োজনীয় সনদপত্র ও রিটার্নের কপি দাখিল না করা, হলফনামায় ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর না থাকা-এসব কারণেও অনেক মনোনয়নপত্র বাতিল হয়।
গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া হলে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল।
ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের পর বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হবে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালানো যাবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
১১৩ বার পড়া হয়েছে