ইরানীয় বিক্ষোভ: জাতিসংঘে যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে।
ওয়াশিংটনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, ইরানে ‘হত্যাযজ্ঞ’ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সকল সামরিক ও কৌশলগত বিকল্প খোলা রয়েছে।
ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সাহসী জনগণের’ পাশে রয়েছে। তবে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত অপেক্ষা ও পরে ব্যবস্থা নেওয়ার নীতি অনুসরণ করছেন, কারণ বিক্ষোভের ওপর হামলা কমেছে এবং বড় ধরনের মৃত্যুদণ্ড কার্যকর হবে না বলে তথ্য পেয়েছেন।
ইরানের সহকারী রাষ্ট্রদূত গোলামহোসেন দরজি মার্কিন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অস্থিতিশীলতাকে সহিংসতার দিকে ঠেলে দিতে সরাসরি জড়িত। তিনি হুঁশিয়ারি দেন যে, কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আগ্রাসনের জবাব কঠোর হবে।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত খুঁজবেন না। জাতিসংঘ মহাসচিবের ঊর্ধ্বতন কর্মকর্তা মার্থা পবি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, ভুল পদক্ষেপ আঞ্চলিক সংঘাত ও প্রাণহানি বাড়াতে পারে।
১১১ বার পড়া হয়েছে