টুঙ্গিপাড়া এলজিইডি অফিসে চরম জনবল সংকট, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শঙ্কা
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট বিরাজ করছে।
প্রয়োজনীয় কর্মকর্তা না থাকায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে মোট ৪ জন কর্মকর্তা থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র একজন। এছাড়া উপ-সহকারী প্রকৌশলী (নকশাকার) পদে একজন থাকার বিধান থাকলেও পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একইভাবে সার্ভেয়ার পদেও জনবল থাকার কথা থাকলেও বর্তমানে কেউ দায়িত্ব পালন করছেন না।
এই জনবল সংকটের কারণে মাঠপর্যায়ে উন্নয়ন কাজের তদারকি, নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা, প্রকল্প অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম সময়মতো সম্পন্ন করা যাচ্ছে না। ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় জনগণ ও সচেতন মহলের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে যোগ্য জনবল নিয়োগ দেওয়া হলে টুঙ্গিপাড়ার উন্নয়ন প্রকল্পগুলো আরও স্বচ্ছতা ও গতিশীলতার সঙ্গে বাস্তবায়ন সম্ভব হবে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান বলেন, 'জনবল সংকটের কারণে আমরা অনেক উন্নয়ন কাজ সঠিকভাবে তদারকি করতে পারছি না। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'
তিনি আরও জানান, এলজিইডির আওতাধীন টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এসব প্রকল্প যথাযথভাবে সম্পন্ন করতে হলে অবিলম্বে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া জরুরি।
১৩১ বার পড়া হয়েছে