সর্বশেষ

জাতীয়তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয়
সারাদেশনাটোরের সিংড়ায় বিএনপি নেতা কুপিয়ে আহত: ধানের শীষের প্রার্থী আনুসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন আর নেই
দৌলতপুরসহ সারাদেশে এলপিজি সরবরাহ বন্ধ, বিপর্যস্ত ভোক্তা ও ব্যবসায়ীরা
জাজিরায় ভোররাতে বোমা বিস্ফোরণ, উড়ে গেল বসতঘর- নিহত ১
যান্ত্রিক ত্রুটিতে দুই দিন ধরে বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
কুষ্টিয়ায় দুইদিনব্যাপী আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
আন্তর্জাতিকঅনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ নিল যুক্তরাষ্ট্র
খেলাসুপার কাপের ফাইনালে বার্সেলোনা, বিলবাওকে ৫–০ গোলে বিধ্বস্ত করল ফ্লিকের শিষ্যরা
সারাদেশ

টুঙ্গিপাড়া এলজিইডি অফিসে চরম জনবল সংকট, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শঙ্কা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট বিরাজ করছে।

প্রয়োজনীয় কর্মকর্তা না থাকায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে মোট ৪ জন কর্মকর্তা থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র একজন। এছাড়া উপ-সহকারী প্রকৌশলী (নকশাকার) পদে একজন থাকার বিধান থাকলেও পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একইভাবে সার্ভেয়ার পদেও জনবল থাকার কথা থাকলেও বর্তমানে কেউ দায়িত্ব পালন করছেন না।

এই জনবল সংকটের কারণে মাঠপর্যায়ে উন্নয়ন কাজের তদারকি, নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা, প্রকল্প অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম সময়মতো সম্পন্ন করা যাচ্ছে না। ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় জনগণ ও সচেতন মহলের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে যোগ্য জনবল নিয়োগ দেওয়া হলে টুঙ্গিপাড়ার উন্নয়ন প্রকল্পগুলো আরও স্বচ্ছতা ও গতিশীলতার সঙ্গে বাস্তবায়ন সম্ভব হবে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান বলেন, 'জনবল সংকটের কারণে আমরা অনেক উন্নয়ন কাজ সঠিকভাবে তদারকি করতে পারছি না। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

তিনি আরও জানান, এলজিইডির আওতাধীন টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এসব প্রকল্প যথাযথভাবে সম্পন্ন করতে হলে অবিলম্বে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া জরুরি।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন