যমুনা সেতু পেরিয়ে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন সিরাজগঞ্জসহ আশপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রাজধানীর ৩০০ ফুট এলাকায় নির্ধারিত সভাস্থলের দিকে যাত্রা শুরু করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, সিরাজগঞ্জ জেলা থেকে একটি বিশেষ ট্রেন, ১৪০টি বাস, ১০০টি মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। তিনি বলেন, “প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।”
এদিকে বৃহস্পতিবার ভোর থেকে যমুনা সেতুর পশ্চিমপাড়ের কড্ডার মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীদের বহনকারী বাসগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায়। এই যাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
১৪৯ বার পড়া হয়েছে