গণভোটের দাবিতে সিইসির সঙ্গে বৈঠকে আট দল, স্মারকলিপি হস্তান্তর
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নভেম্বরে গণভোটের দাবিতে স্মারকলিপি দিতে আসা আট রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নির্বাচন ভবনে শুরু হওয়া এ বৈঠকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে নির্বাচন ভবনের সামনে ওই আট দলের নেতাকর্মীদের ভিড়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। ইসি কর্মকর্তারা তাদের সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রথমে শুধু স্মারকলিপি দেওয়ার কথা বললেও পরে তারা সিইসির সঙ্গে বৈঠকের দাবি জানান। একপর্যায়ে প্রতিটি দলের কয়েকজন প্রতিনিধি করে ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বৈঠক শেষে প্রতিনিধিরা সিইসির কাছে তাদের দাবি-সংবলিত স্মারকলিপি হস্তান্তর করবেন বলে জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি—এই আট দল পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
চলমান আন্দোলনের চতুর্থ পর্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তিন দিনের কর্মসূচি গত ১৯ অক্টোবর ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ইসি ভবনের সামনে সমাবেশ শেষে প্রতিনিধিরা স্মারকলিপি দিতে নির্বাচন ভবনে যান।
১১১ বার পড়া হয়েছে