পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, তদন্ত ও নিরাপত্তা জোরদার

রবিবার, ৪ মে, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যাকিংয়ের পর কিছু অনুপযুক্ত কন্টেন্ট স্বল্প সময়ের জন্য পেজটি থেকে অনুমোদনহীনভাবে শেয়ার করা হয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পেজ উদ্ধারে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণাধীন রয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন বলে জানায় মন্ত্রণালয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
জনসাধারণকে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছে, পেজটি সম্পূর্ণরূপে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ যেন পেজের কোনও পোস্ট, বার্তা বা তথ্য বিশ্বাস না করেন, শেয়ার না করেন কিংবা যোগাযোগ না করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়ের সঠিক ও অনুমোদিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
১২৪ বার পড়া হয়েছে