ঢাকায় 'যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা'র আত্মপ্রকাশ
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন ‘যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতভাবে ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলকে আহ্বায়ক, সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ দৌলা সাদিকে সদস্য সচিব এবং সময় টিভির রিপোর্টার হাসান ওয়ালীকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের খালেদ সাইফুল্লাহ, এনটিভির সৈয়দ আহসান কবীর, বাংলানিউজের তানভীর আহমেদ ও আমার দেশের লাবিন রহমান। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে স্টার নিউজের হাবিবুল ইসলাম হাবিব, এশিয়া পোস্টের আব্দুল আলীম, রুপালী বাংলাদেশের মেহেদী হাসান খাজা ও দেশকাল নিউজের নিশাত বিজয়কে।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ২৭ জনকে। তাদের মধ্যে রয়েছেন স্টার নিউজের বরকত উল্লাহ সুজন, কালবেলার রাজকুমার নন্দী, যায়যায়দিনের সুলতান মাহমুদ রিপন, বণিক বার্তার সাইফ উদ দৌলা রুমি, সমকালের আবদুস সামাদ আজাদ, সময় টিভির সুরাইয়া নাজনিন, দেশ রূপান্তরের আব্দুল হামিদ, কালবেলার রকি আহমেদ, রুপালী বাংলাদেশের এফ এ শাহেদ, জনবাণীর আজহারুল ইসলাম সুজন, রুপালী বাংলাদেশের হাসান মাহমুদ, এশিয়া পোস্টের এনামুল হোসাইন, কালবেলার মুতাসিম বিল্লাহ, যমুনা টিভির রুবেল হাসান, দেশ বর্তমানের গাজী আক্তার, দৈনিক আজকের পত্রিকার জয়নাল আবেদীন, স্টার নিউজের সোহাগ শাহরিয়ার, ঢাকা মেইলের এনামুল হোসেন, কালবেলার নূরে আলম সিদ্দিকী জুয়েল, আমার সংবাদের রুমান হাসান তামিম, এটিএন নিউজের এস আই রাজ, জনকণ্ঠের ফয়সাল আহমেদ, শীর্ষ খবরের এ আর রাজ, রুপালী বাংলাদেশের তারিনা সুলতানা, বাসসের পলিয়ার ওয়াহিদ এবং ডেইলি ক্যাম্পাসের তৌহিদুর রহমান রুহি।
সভায় বক্তারা বলেন, যশোর জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যশোরের সার্বিক উন্নয়ন, স্বার্থরক্ষা ও সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যশোরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে পেশাগত অধিকার সংরক্ষণ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
১৫৬ বার পড়া হয়েছে