পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ১
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্থানীয় বিরোধের জেরে ইয়ানুল হোসেন (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার বন্ধু আল আমিন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পাঁচবিবি পৌর এলাকার ঢাকারপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইয়ানুল পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ইয়ানুল ও তার ভাই ঢাকারপাড়া মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইয়ানুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, পূর্ববর্তী বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি বলেন, বর্তমানে জেলায় যুবদলের কোনো আনুষ্ঠানিক কমিটি না থাকলেও নিহত ইয়ানুল দীর্ঘদিন ধরে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছিলেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। ঘটনার মোটিভ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪৭ বার পড়া হয়েছে