তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিলেন বিএনপি নেতা শেখ সাদী সমর্থকরা
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নিয়েছেন কুষ্টিয়া-৪ আসন (কুমারখালী–খোকসা) এলাকার বিএনপি নেতা-কর্মীরা।
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদীর উদ্যোগে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা।
সংবর্ধনা সভায় অংশগ্রহণের বিষয়ে শেখ সাদী বলেন, এই আয়োজন শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো নয়; বরং এটি জনগণের আশা, আস্থা ও আগামীর প্রত্যাশার বহিঃপ্রকাশ। তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি অটুট বিশ্বাস প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ এই নেতৃত্বের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।
এর আগে বুধবার রাতে শেখ সাদীর নেতৃত্বে কুষ্টিয়া জেলা বিএনপির নেতা-কর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। কুমারখালী ও খোকসা উপজেলা ছাড়াও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা-কর্মীরা বাসযোগে ঢাকায় যান। পুরো কর্মসূচিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সংবর্ধনা সভাকে ঘিরে কুষ্টিয়া-৪ আসনের নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া দেখা গেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
১২২ বার পড়া হয়েছে