মেসির তিন দিনের ভারত সফর, শাহরুখ খানের সঙ্গে ফ্রেমবন্দি মুহূর্ত
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি শুক্রবার ভারতের তিন দিনের সফর শুরু করেছেন।
প্রথম দিনটি কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠান ও ভক্তদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে কাটান মেসি।
মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় পৌঁছান বলিউডের কিং শাহরুখ খান, যিনি সঙ্গে আনেন ছেলে আবরামকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, মেসি, শাহরুখ খান এবং লুইস সুয়ারেজ এক ফ্রেমে অবস্থান করছেন। ভক্তরা ছবিটি শেয়ার করে মন্তব্য করেছেন, 'সিনেমা জগতের রাজা ও ফুটবলের সর্বকালের সেরা এক ফ্রেমে।'
ভারতের সময় রাত আড়াইটায় কলকাতায় পৌঁছন মেসি। বিমানবন্দরের বাইরে নজিরবিহীন ভিড় নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সমর্থকরা মেসির জন্য উচ্ছ্বাসে স্লোগান দেন, হাতে ভারতের ও আর্জেন্টিনার পতাকা তুলে। উল্লেখযোগ্য, ২০১১ সালে মেসি কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টিনা দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিলেন।
যুবভারতীর অনুষ্ঠানের পরে মেসি হায়দরাবাদে পৌঁছবেন। সেখানে উপ্পল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন এবং মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডির সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।
মেসির সফর আরও অব্যাহত থাকবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে সেলিব্রিটি ফুটবল ম্যাচ ও চ্যারিটি ফ্যাশন শোতে, এবং ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ সহ বিভিন্ন অনুষ্ঠানে। সফর শেষ হবে অরুন জেটলি স্টেডিয়ামে এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনার মাধ্যমে।
১২১ বার পড়া হয়েছে