সর্বশেষ

রাজনীতি

গণতন্ত্র মঞ্চ ছাড়ল রাষ্ট্র সংস্কার আন্দোলন, নতুন জোটে এনসিপি-এবি পার্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণতন্ত্র মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটি জানিয়েছে, বিএনপি–জামায়াতের গণতন্ত্র মঞ্চ–কেন্দ্রিক রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় তারা।

সম্ভাব্য নতুন জোটে থাকতে পারে এনসিপি, এবি পার্টি ও আপ বাংলাদেশ। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে দলীয় সূত্র জানায়।

জোট ছাড়ার কারণ স্পষ্টভাবে না জানালেও রাজনৈতিক মহলে আলোচনা–আসন বণ্টন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনই সিদ্ধান্তের মূল পটভূমি।

রাষ্ট্র সংস্কারের যুগ্ম সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, 'বিএনপি বা জামায়াতের জোট নয়-এ মুহূর্তে যে ধরনের রাজনীতি প্রয়োজন, তা অন্য জোটগুলো করছে না। তাই নতুন সমন্বয়ের পথে এগোচ্ছি।'

বেশ কিছুদিন ধরেই এনসিপি, এবি পার্টি ও আপ বাংলাদেশ যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। পাশাপাশি জোট গঠনে গণ অধিকার পরিষদের সঙ্গেও একাধিক বৈঠক হয়েছে বলে জানা গেছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, 'তিনচার দিনের মধ্যেই নতুন জোটের ঘোষণা আসতে পারে।'

২০২২ সালে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণ অধিকার পরিষদ মিলে ৭ দলীয় গণতন্ত্র মঞ্চ গঠন করা হয়। এ জোট বিএনপির যুগপৎ আন্দোলনের সহযোদ্ধা হিসেবে পরিচিত। তবে ২০২৩ সালের মে মাসে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ জোট ত্যাগ করে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন বিএনপির কাছে কিছু আসন দাবি করেছিল বলে রাজনৈতিক সূত্র জানায়। জেএসডি, নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন আসন ছাড়ার ইঙ্গিত দিলেও রাষ্ট্র সংস্কারের জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দিদারুল ভূঁইয়া দাবি করেন, 'আসনের জন্য নয়, রাজনৈতিক অবস্থান–বৈচিত্র্যের কারণে গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়েছি। বিএনপি-জামায়াতের বাইরে শক্তিশালী তৃতীয় শক্তি গড়ে তুলতে চাই।'

গত সেপ্টেম্ব‌র থেকে গণতন্ত্র মঞ্চের ছয় দল, এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সংস্কার–সংলাপ শুরু করেছিল। নয় দল মিলে নতুন জোট গঠনের আলোচনাও হয়েছিল। তবে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বিএনপির জোট থেকে সরে আসতে অনিচ্ছুক ছিলেন। তাদের অবস্থান ছিল, ৯ দল মিলে বিএনপির সঙ্গেই থাকতে হবে। কিন্তু এনসিপি ও এবি পার্টি সে প্রস্তাবে একমত হয়নি।

ফলে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে রাষ্ট্র সংস্কারসহ কয়েকটি দল নতুন জোট গঠনের পথে এগোচ্ছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন