সর্বশেষ

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতেও গাজায় চলছে ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ২৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের এসব হামলায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে গাজার তিনটি এলাকায় ভারী বোমাবর্ষণ চালায় দখলদার বাহিনী। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় দুপুরের দিকে হওয়া হামলায় বহু মানুষ হতাহত হন। গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের ওপর হামলা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। একইদিন জেইতুন মহল্লার একটি ভবনে বোমা নিক্ষেপ করলে একটি পরিবারসহ অন্তত ১০ জন প্রাণ হারান।

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, নিহতদের মধ্যে একজন বাবা, মা ও তাদের তিন সন্তান রয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্যেও চলমান আক্রমণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

হামলার পর ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছে। ইসরায়েল দাবি করেছে, খান ইউনুস এলাকায় তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েল ভুয়া অজুহাত দেখিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করছে এবং নতুন করে অভিযান শুরু করেছে। সংগঠনটির অভিযোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় গণহত্যার উদ্দেশ্যে পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করে তুলছেন।

এদিকে, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি গাজার শাসন ব্যবস্থা পর্যবেক্ষণে ‘বোর্ড অব পিস’ গঠনের কথা বলা হয়েছে। প্রস্তাবে হামাসকে গাজার নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হলেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে।

গাজায় তীব্র হামলার পাশাপাশি বুধবার লেবাননেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর একদিন আগে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন