সর্বশেষ

রাজনীতি

বিএনপি প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানালেও দলের ভেতরে বিতর্ক 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণকে দলীয় দৃষ্টিকোণ থেকে স্বাগত জানান।

বৈঠকে, লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, যাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন ছিলেন।

তবে বৈঠকের আগে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ভাষণ কঠোরভাবে সমালোচনা করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন এবং নতুন সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব সংসদের অনুমোদন ছাড়া আনা হয়েছে। তিনি বলেন, “জাতীয় ঐক্য তৈরি করা উচিত ছিল, কিন্তু বিভাজন সৃষ্টি হচ্ছে। প্রধান উপদেষ্টার এই পদক্ষেপ দায়িত্বশীল কিনা, তা প্রশ্নের আওতায়।”

সালাহউদ্দিন আরও বলেন, 'জাতীয় ঐকমত্য কমিশনে ৯ মাস আলোচনার পর জুলাই সনদ স্বাক্ষরিত হয়। সেই সনদের বাইরের কোনো বিষয় আরোপ করার কোনো অধিকার নেই। এখন আনা নতুন ধারণাগুলো সাংবিধানিকভাবে সমস্যাযুক্ত।'

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, লকডাউন দিয়ে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে রায় বন্ধ করা যাবে না। তিনি বলেন, দেশের মানুষ দলটির বিরুদ্ধে অনেক আগে থেকেই অসন্তুষ্ট। রিজভী এই মন্তব্য করেন রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা উৎসবের উদ্বোধনকালে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন