সর্বশেষ

রাজনীতি

চবিতে ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ শতাংশ ভোটার নারী, যা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। দুই প্রধান প্যানেলই নারী ভোট পেতে ক্যাম্পাস ও হলে আলাদা বৈঠকসহ বিভিন্ন কৌশলে প্রচার চালিয়েছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ছাত্রলীগের নিয়ন্ত্রণ হারানোয় তাদের প্রায় আড়াই হাজার সমর্থকের ভোটও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছাত্রদল ও ছাত্রশিবির এই ভোট পেতে নানা যোগাযোগ করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা তা অস্বীকার করেছে।

নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ হবে। সব কেন্দ্রেই থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিসি ক্যামেরা।

তবে নির্বাচন ঘিরে ব্যালট পেপার ও ভোট গণনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল। তারা ব্যালট গণনায় মেশিন ব্যবহারের বিরোধিতা করে হাতে গণনার দাবি জানালেও নির্বাচন কমিশন তা প্রত্যাখ্যান করেছে। কমিশনের দাবি, নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।

এদিকে, সংগঠনের বাইরে প্রার্থী সমর্থনের অভিযোগে চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মামুন উর রশিদকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন