রাজনীতি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ দলীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের "গাফিলতি ও ব্যর্থতা"র জবাবদিহিতার দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এনসিপি।
যুক্তরাষ্ট্রে হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভের ডাক

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ দলীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের "গাফিলতি ও ব্যর্থতা"র জবাবদিহিতার দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এনসিপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়, আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলের আয়োজন করছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, শুধু রাজধানী নয়, একইসঙ্গে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দলটি দাবি করেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা এবং রাজনৈতিক হয়রানির ঘটনায় সরকার ও প্রশাসনের নীরব ভূমিকা প্রমাণ করে যে, তারা বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ জন্য তারা আওয়ামী লীগকে দলীয়ভাবে দায়ী করে বিচার দাবি করেছে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর