ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান ছাত্রদলের, অনিয়মের অভিযোগ

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে তিনি ফলাফলকে ‘পরিকল্পিত কারচুপি’ আখ্যা দিয়ে বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
ডাকসু নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও সন্ধ্যার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। রাত দেড়টার পর বিভিন্ন কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ বিভিন্ন পদে এগিয়ে রয়েছেন।
এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।”
তানভীর আরও অভিযোগ করেন, “ভোট গ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও গণনার সময় কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা গেছে। বিশেষ করে ভোট গণনায় মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।”
অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাত আড়াইটার দিকে সংক্ষিপ্ত এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখছেন?”, যা নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল দেশের প্রধান ছাত্র সংগঠনগুলোসহ স্বতন্ত্র প্রার্থী ও প্যানেলসমূহ। তবে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের অভিযোগে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
১১০ বার পড়া হয়েছে