সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় লড়িচাপায় নিহত ৩, সড়ক অবরোধে উত্তপ্ত এলাকাবাসী

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় লরির চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা বাইপাইল থেকে উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। পথে রাস্তায় পানি জমে থাকায় রিকশাটি মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনের দিক থেকে আসা একটি লরি এলে রিকশাটি রাস্তার গর্তে পড়ে উল্টে যায়। এতে রিকশাচালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে চাপা পড়েন।

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উল্টো পথে চলা একটি অটোরিকশা গর্তে পড়ে যাওয়ায় লরির নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।”

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন