ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলায় আহত ২

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরাকের কিরকুক বিমানবন্দরে ৩০ জুন রাতে দুটি কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় রাতের দিকে এই হামলাটি বিমানবন্দরের সামরিক অংশে হয়, যেখানে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবি বাহিনী অবস্থান করছিল। হামলায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। এছাড়া, একটি রকেট বিস্ফোরিত হয়নি এবং আরেকটি রকেট শহরের উরুবা পাড়ার একটি বাড়িতে পড়ে, এতে বাড়িটির ক্ষতি হয় তবে কেউ আহত হয়নি।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
বিশ্ব মিডিয়ায় এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইরাকের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হামলাটি ঘটেছে। হামলার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে তদন্ত চলছে।
১৪২ বার পড়া হয়েছে