৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা : চাঁদ দেখা কমিটি

বুধবার, ২৮ মে, ২০২৫ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে আগামী ৭ জুন, শনিবার উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
দেশের আকাশে ২৮ মে (বুধবার) সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সংবাদমাধ্যমকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, মহাকাশ গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে চাঁদ দেখার খবর নিশ্চিত হওয়া গেছে।
এ হিসেবে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে এবং ১০ জিলহজ অনুযায়ী ৭ জুন পালিত হবে ঈদুল আজহা।
এবার ঈদুল আজহা উপলক্ষে কর্মজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ছুটি ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত, তবে বাড়তি ছুটি হিসেবে ১১ ও ১২ জুন সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই দুই দিনের ছুটির বিনিময়ে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখা হয়।
অন্যদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, দেশটিতে জিলহজ মাস শুরু হবে ৩০ মে থেকে। সে অনুযায়ী, সৌদিতে ৬ জুন ঈদুল আজহা পালিত হবে, আর ৫ জুন হবে আরাফার দিন।
ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করেন মুসলমানরা। ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা বহনকারী এই উৎসব পালনে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে দেশজুড়ে মানুষ।
১৪৭ বার পড়া হয়েছে