বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে: দুলু
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির সুনিশ্চিত বিজয়ের বিরুদ্ধে একটি শক্তিশালী চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চায়, কিন্তু সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই একটি রাজনৈতিক গোষ্ঠী নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।
শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। দুলু অভিযোগ করে বলেন, যেসব শক্তি একসময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, তারাই আবার নির্বাচন বানচালের অপচেষ্টায় তৎপর হয়েছে।
তিনি আরও বলেন, এই ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন শিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১০৭ বার পড়া হয়েছে