কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী প্রস্তুতিতে যৌথবাহিনী অভিযান, ১২ মামলা
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার মথুরাপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।
অভিযানের সময় ড্রাইভিং লাইসেন্স না থাকা, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেই এমন বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তিনি সাধারণ জনগণকে আইন মেনে চলা এবং প্রশাসনের সহযোগিতা করার আহ্বান জানান।
প্রশাসনের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
৩২২ বার পড়া হয়েছে