দৌলতপুরে পিতার মরদেহ উদ্ধার, হত্যাকারী সন্দেহে ছেলে আটক
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোস্তফা হোসেন (৬৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে বাবু হোসেন (৩২)কে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা কলেজ বাজার ইদগাপাড়া এলাকার মোস্তফা হোসেনের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালেই মরদেহটি ঘরে পড়ে থাকতে দেখেন এবং খবর দেন দৌলতপুর থানা পুলিশকে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো বস্তু দিয়ে মোস্তফা হোসেনকে আঘাত করে হত্যা করা হতে পারে। তদন্তের সময় নিহতের ছেলের আচরণ ও বক্তব্যে অসংগতি লক্ষ্য করে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৬৮ বার পড়া হয়েছে