মাদারীপুরে দুই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের লড়াই
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনের মধ্যে মাদারীপুর-৩ আসনে বিএনপির একক প্রার্থী থাকলেও মাদারীপুর-১ ও ২ আসনে দলটির একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থেকে বুধবার তাঁরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন শিবচর উপজেলার সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী নাদিরা আক্তার। তবে মনোনয়ন না পেয়ে দলের প্রভাবশালী নেতা কামাল জামান মোল্লা ও সাজ্জাদ হোসেন সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। প্রতীক বরাদ্দে কামাল জামান মোল্লা পেয়েছেন জাহাজ এবং সাজ্জাদ হোসেন সিদ্দিকী পেয়েছেন ফুটবল। তাঁরা দুজনই ধানের শীষের বিরুদ্ধে লড়বেন।
অন্যদিকে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাহান্দার আলী মিয়া। মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খান ও মাসুদ পারভেজ নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক মিল্টন বৈদ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে ধানের শীষের বিপক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন।
১০৭ বার পড়া হয়েছে