কুষ্টিয়া-মেহেরপুরে বিজিবি'র অভিযান, সিগারেট ও গাঁজা উদ্ধার
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুরে পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও মালিকবিহীন গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর জেলার বিভিন্ন স্থানে চালানো এসব অভিযানে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কসহ সীমান্তবর্তী এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরের ২ নম্বর জিপি গেট এলাকায় স্থাপিত চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এ সময় শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৯২ হাজার প্যাকেট বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া একই দিন বিকেলে গাংনী সীমান্তের মথুরাপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মাঠ এলাকা থেকে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পরে রাতে ধলা বিওপির সদস্যরা আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোট ২৩ কেজি গাঁজার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
বুধবার সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, জব্দকৃত কাভার্ড ভ্যান ও অবৈধ সিগারেট কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ধ্বংসের প্রক্রিয়ার অংশ হিসেবে মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
১৭৪ বার পড়া হয়েছে