দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় উক্ত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রজন্ম দলের এই বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, বিএনপি নেতা সবুর মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শুভ আহমেদ। বক্তারা প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে স্থানীয় আলেম মাওলানা ফারুক হোসেন দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
৩১৫ বার পড়া হয়েছে