নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১০ দলীয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় থাকা ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি তিনটি আসনের প্রার্থী শিগগিরই ঘোষণা করা হবে বলে দলটি জানিয়েছে।
এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার ২৭টি আসনের প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। এই আসনগুলিতে প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে লড়বেন।
চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: ঢাকা–১১: আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪: সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১: উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮: মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নোয়াখালী–৬: জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যান্য প্রার্থীরা বিভিন্ন জেলা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেমন ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ প্রভৃতি।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় জানান, ২৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে এবং বাকি তিনটি আসনে দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে।
গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জামায়াত, এনসিপিসহ ১০টি দল ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিয়েছিল। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এই সমঝোতায় অংশ নেয়নি। তারা এককভাবে ২৬৮টি আসনে নির্বাচন করবে এবং বাকি ৩২টিতে অন্যান্যদের সমর্থন দেবে।
এনসিপি সমঝোতায় ৩০টি আসনে প্রার্থী রাখলেও ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলনের বের হওয়ার পর এনসিপি তাদের আসন বাড়ানোর বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করেছে।
১৮৫ বার পড়া হয়েছে