বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর সাধারণ দর্শক টিকিটের আবেদন শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আগ্রহীরা আজ থেকে আবেদন করতে পারবে এবং আবেদন শেষ হবে ২২ জানুয়ারি। আবেদনের সঙ্গে ৫০০ টাকা জমা দিতে হবে।
ফিফা জানিয়েছে, চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য টিকিট বরাদ্দ আলাদা এবং যেসব দেশ খেলবে না তাদের জন্য আলাদা বরাদ্দ থাকবে। বাংলাদেশ সর্বোচ্চ ৩৩০টি টিকিট পেতে পারবে।
বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা তিন দেশে অনুষ্ঠিত হবে। খেলার বেশিরভাগ আয়োজন যুক্তরাষ্ট্রে হবে এবং এবার ৪৮ দল অংশ নেবে। ফিফা ইতিমধ্যেই ২১১টি দেশের সাধারণ দর্শকদের কাছে টিকিট চাহিদা জানিয়েছে। র্যামডম ভিত্তিতে ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ৫০ কোটি।
গত দুই বিশ্বকাপে ভিসা নেওয়ার প্রয়োজন পড়েনি; টিকিট থাকলেই ফ্যান আইডি বিমানবন্দরে ভিসার বিকল্প হিসেবে কাজ করত। কিন্তু এবার যুক্তরাষ্ট্রে খেলার জন্য টিকিটধারীদের ভিসা সাক্ষাৎকারে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ থেকে যারা টিকিট নিতে চায়, তাদের আবেদনের নিয়মাবলী বাফুফের মাধ্যমে জানা যাবে। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত বাফুফের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা পাওয়া যায়নি।
১১৩ বার পড়া হয়েছে