শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৩-এর নিকটবর্তী শূন্য রেখা থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২,৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩০ বোতল ফেন্সিডিল বিকল্প নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা দ্রুত মালামাল ফেলে সীমান্ত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সীমান্ত দিয়ে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।'
সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গত দুই মাসে ৫৯ বিজিবি ধারাবাহিক অভিযানের মাধ্যমে প্রায় ২ হাজার বোতল ফেন্সিডিল বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে, যা মাদকবিরোধী অভিযানে বিজিবির সক্রিয় ভূমিকার প্রমাণ বহন করে।
১২১ বার পড়া হয়েছে