নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে মেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ফাহিম মোল্যা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-নড়াইল সীমান্তবর্তী নেবুগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফাহিম মোল্যা নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের মনিরুল মোল্লার ছেলে। সে খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের চাচা জাহাঙ্গীর মোল্যা জানান, বৃহস্পতিবার বিকেলে ফাহিম মোটরসাইকেল নিয়ে নড়াইল সদর উপজেলার চাঁকই গ্রামে অনুষ্ঠিত পৌষ সংক্রান্তির মেলা দেখতে যায়। মেলা শেষে বাড়ি ফেরার পথে নেবুগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবির জানান, ফাহিম একজন মেধাবী ছাত্র ছিল এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৮ বার পড়া হয়েছে