রাজধানীর শেরেবাংলার নিজ বাসায় জামায়াত নেতা আনোয়ার উল্লাহ নিহত
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসক মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নিহত হয়েছেন।
পুলিশ তার বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তাদের হাত-পা ও মুখ বেঁধে নগদ প্রায় পাঁচ লাখ টাকা এবং আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। পরে আনোয়ার উল্লাহ শ্বাসরোধে মারা যান।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির সময় হাত-পা ও মুখ বাঁধার পর আনোয়ার উল্লাহ মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত আনোয়ার উল্লাহ শেরে বাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর রুকন এবং পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ কুমিল্লার লাকসামে গ্রামের বাড়িতে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার নেতারা এক যৌথ শোকবার্তায় দ্রুত হত্যার রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন।
১১৩ বার পড়া হয়েছে