কড়া নিরাপত্তায় চলছে জবি ক্যাম্পাসে জকসু ও হল সংসদ নির্বাচন
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকেই কঠোর নিরাপত্তা ও সার্বিক নজরদারির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
নির্বাচন উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে পাস কার্ড প্রদর্শন সাপেক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, ভোটার শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে তাদের ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
অন্যদিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া নির্বাচন চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোটগ্রহণ চলাকালীন সময়ে ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
এছাড়া নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নন-এমন কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে।
২৬৬ বার পড়া হয়েছে