বিগত নির্বাচনে ছিল অনিয়ম ও কারচুপি: নির্বাচন কমিশনারের সতর্কবার্তা
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে পুলিশ ও প্রশাসনকে বিশেষভাবে দায়িত্ব পালনে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, আগের জাতীয় নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপি হয়েছে, যা তাদের গ্রহণযোগ্যতা কমিয়েছে।
সোমবার সকাল বান্দরবান পুলিশ লাইনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে পুলিশ প্রশাসনকে ভোটের সময় কোনো কারচুপি বা অনিয়মের সুযোগ না দিতে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।”
নির্বাচন কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশে সতর্ক করে বলেন, নির্বাচনকালীন দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও কঠোরতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২৫ বার পড়া হয়েছে