সর্বশেষ

জাতীয়সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমলো
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন আমার পরিবার : তারেক রহমান
সারাদেশনিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীতে বাজারে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বই নিয়ে প্রাথমিক শিক্ষাবর্ষের সূচনা
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে বোরো ধানের বীজতলা হুমকিতে
আন্তর্জাতিকসামরিক মহড়ার মধ্যে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়েছে চীন
খেলাকিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিলো শ্রীলঙ্কা ক্রিকেট
জাতীয়

২০২৬ সালে কোন মাসে কত দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা আগেই প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৯ নভেম্বর ২০২৫ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় ও ধর্মীয় দিবস মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক লম্বা ছুটির সুযোগ পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি নির্ধারিত হয়েছে। অর্থাৎ মোট সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে পড়ায় প্রকৃত কর্মদিবসের ছুটি দাঁড়াচ্ছে ১৯ দিন।

এ ছাড়া ঐচ্ছিক ছুটির সুযোগও রাখা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীরা ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা ৯ দিন, খ্রিষ্টানরা ৮ দিন, বৌদ্ধরা ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীরা ২ দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে একজন কর্মকর্তা-কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন, যা আগেই অনুমোদন নিতে হবে।

ধর্মীয় ও জাতীয় দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০২৬ সালে কয়েকটি মাসে টানা একাধিক দিনের অবকাশের সুযোগ তৈরি হয়েছে। নিচে মাসভিত্তিক লম্বা ছুটির সম্ভাবনা তুলে ধরা হলো—

ফেব্রুয়ারি
চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাতের ছুটি হতে পারে। এর পরদিন বৃহস্পতিবার এক দিন ছুটি নিলে এবং পরবর্তী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

মার্চ
এই মাসে সবচেয়ে বেশি লম্বা ছুটির সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবে কদরের ছুটি। ১৮ মার্চ এক দিন ছুটি নিলে টানা সাত দিনের অবকাশ মিলতে পারে। এ ছাড়া ২০ মার্চ জুমাতুল বিদা এবং ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর (সম্ভাব্য) হওয়ায় ঈদের আগে ও পরে নির্বাহী আদেশের ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হওয়ায় মাঝখানে এক দিন ছুটি নিলে বা না নিলেও ৩–৪ দিনের অবকাশ মিলবে।

এপ্রিল
এপ্রিলে টানা পাঁচ দিনের ছুটি পেতে হলে দুই দিন ছুটি নিতে হবে। ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি। ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলে একটানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

মে
২০২৬ সালের মে মাসে সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে, যদি ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি নেওয়া যায়, তাহলে টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

আগস্ট
এই মাসে দুই দফায় চার দিনের ছুটির সুযোগ আছে। ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসের ছুটির পরদিন এক দিন ছুটি নিলে এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হলে চার দিনের অবকাশ মিলবে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবির ছুটির পরদিন ছুটি নিলেও একইভাবে চার দিনের ছুটি পাওয়া যাবে।

অক্টোবর
অক্টোবরে মাত্র এক দিন ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ মিলবে। ২০ অক্টোবর দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর সাধারণ ছুটি। এরপর বৃহস্পতিবার এক দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটিসহ দীর্ঘ অবকাশ পাওয়া যাবে।

ডিসেম্বর
বছরের শেষ মাসেও রয়েছে টানা চার দিনের ছুটির সুযোগ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটির পরদিন ১৭ ডিসেম্বর এক দিন ছুটি নিলে এবং পরবর্তী শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় চার দিনের অবকাশ মিলবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন