কুমারখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে অবহিতকরণ সভা
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আখতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় বক্তব্য রাখার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন, সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণের জন্য হ্যাঁ/না গণভোট আয়োজন করা হয়েছে। সকল শ্রেণি ও পেশার মানুষ যেন ভোটে অংশগ্রহণ করে, সেই লক্ষ্যকে সামনে রেখে আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচারণা ও সচেতনতা তৈরি করা প্রয়োজন। এই গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি ও পরোক্ষভাবে দেশের সংস্কারে অংশগ্রহণ করতে পারবে। এটি আগামী ১০০ বছরের জন্য একটি সুসংগঠিত রাষ্ট্র গঠনের পথিকৃত হবে।”
এ অবহিতকরণ সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদরাসার সুপার ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
১৩৭ বার পড়া হয়েছে