বগুড়ায় অস্ত্রের মুখে অপহরণ করে ব্যবসায়ীকে হত্যা, এলাকায় চরম আতঙ্ক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অস্ত্রের মুখে অপহরণের পর এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি লোটো শো-রুমের মালিক পিন্টু আকন্দ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (রাত) আনুমানিক ৯টা ৮ মিনিটে একটি হাইস মাইক্রোবাস পিন্টু আকন্দের শো-রুমের সামনে থামে। এ সময় মুখঢাকা চারজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ঘটনার সময় শো-রুমে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চলছিল।
পরদিন ভোর রাতে বগুড়ার আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মুখে স্কচটেপ লাগানো ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বগুড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ এর চালককে আটক করেছে পুলিশ। তবে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। হত্যার পেছনের উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১২০ বার পড়া হয়েছে