সিরাজগঞ্জে ড্রেজারে খাদ্য বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর মোহনপুর এলাকায় যমুনা নদীর বালু উত্তোলনের ড্রেজারে খাদ্য বিষক্রিয়ায় হাফিজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী বাঐখোলা গ্রামের মৃত কমল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্র ও ড্রেজার শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে যমুনার তীর সংরক্ষণ বাঁধসংলগ্ন এলাকায় কয়েকটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও ব্যবসা করে আসছিল একটি প্রভাবশালী চক্র। পাড়া মোহনপুর এলাকায় ইউসুফ মেম্বার, বাবু ভুঁইয়া ও মংলার ড্রেজারের বালুর ব্যবসার সঙ্গে হাফিজুল ইসলাম জড়িত ছিলেন বলে জানা গেছে।
রোববার রাতে ড্রেজারের চার কর্মচারীর সঙ্গে হাফিজুল ইসলামসহ তিনজন সহযোগী ব্যবসায়ী মিলে পিকনিক ও আনন্দ-উৎসবে অংশ নেন। রাত শেষে তারা ড্রেজারের ভলগেট ইঞ্জিনচালিত নৌকায় ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে স্থানীয়রা সেখানে হাফিজুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে দুপুরে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
১২৩ বার পড়া হয়েছে