সর্বশেষ

জাতীয়দুই পত্রিকা ও ছায়ানট-উদীচীতে হামলায় শনাক্ত ৩১, গ্রেপ্তার ৯
নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
সামনের দিনগুলো চ্যালেঞ্জিং, সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
দেশের স্বর্ণবাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড, ভরিতে বাড়ল হাজার টাকা
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি
সকাল থেকেই ঢাকায় কুয়াশা, তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই
সারাদেশঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আন্তর্জাতিকপশ্চিম তীরে ১৯টি নতুন বসতি অনুমোদন ইসরায়েলের
খেলাডাফির তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
রাজনীতি

সামনের দিনগুলো চ্যালেঞ্জিং, সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের সময় সহজ নয় এবং দেশের বিভিন্ন স্থানে অরাজকতার লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীসহ সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রোববার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। জুলাইয়ের শহীদ, একাত্তরের শহীদ ও যোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। তার ভাষায়, দেশের জন্য কাজ করাই হতে হবে সবার একমাত্র লক্ষ্য-'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।'

বিএনপির অতীত ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে এনেছিলেন এবং ১৯৯১ সালে খালেদা জিয়া স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করে উন্নয়নের পথে এগিয়ে নেন। তিনি দাবি করেন, বর্তমান সময়েও দেশকে পুনরুদ্ধারের একটি সুযোগ এসেছে।

দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রায় ২০ কোটি মানুষের জন্য কার্যকর চিকিৎসাব্যবস্থা ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করাও জরুরি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং এই সংকট কাটাতে কঠোর পরিশ্রম প্রয়োজন।

গণতন্ত্রে বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সামনে অনেক কাজ বাকি রয়েছে। বিএনপি হোক বা অন্য দল-যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সবাইকে একসঙ্গে থাকতে হবে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদারসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন