জাতীয়
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে হামলার ঘটনা ঘটেছে।
প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা, অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতে শাহবাগ এলাকা থেকে একটি বিক্ষুব্ধ মিছিল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলকারীরা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে মিছিল থেকে কিছু লোক ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় প্রথম আলো কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগ করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
একই সময় ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
হামলার ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৫৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন