রাজনীতি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথায় অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
অস্ত্রোপচারে হাদির মাথায় গুলির অস্তিত্ব মিলেনি : ঢামেক পরিচালক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ২:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথায় অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওসমান হাদির মাথায় চলমান অস্ত্রোপচার শেষের দিকে। তবে অস্ত্রোপচারের সময় তার মাথার ভেতরে কোনো গুলির উপস্থিতি পাওয়া যায়নি। সার্জনদের বরাত দিয়ে পরিচালক বলেন, গুলিটি মাথা ভেদ করে বের হয়ে গেছে।
ডাক্তার আসাদুজ্জামান আরও জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা এসেছে—ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন