জাতীয় সংসদ নির্বাচন: আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি
বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ঘোষিত প্রার্থীদের নাম জানিয়ে দেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী যেসব আসনে প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১ ও ৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ৯, ১০ ও ১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১ ও ২, সুনামগঞ্জ-২ ও ৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, ৬, ৯ ও ১৫ এবং কক্সবাজার-২।
এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করল বিএনপি। দলীয় সূত্র জানায়, বাকি আসনগুলোর বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত জানানো হবে।
১০২ বার পড়া হয়েছে