হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেডিক্যাল বোর্ড ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণে থাকা চিকিৎসকরা প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিচ্ছেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে গত রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে রয়েছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম।
১০৬ বার পড়া হয়েছে