জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারি দিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় সংসদ নির্বাচন: ভোট প্রতিহত করলে ব্যবস্থা নেবে ইসি
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারি দিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানিয়েছেন, যদিও ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সন্তোষজনক নয়, তবে নির্বাচনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
বুধবার সকালে রাজধানীর বিজিবি সদর দপ্তরে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও মহড়ায় সিইসি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি মূলত বিজিবিকে নির্বাচন সংকটকালীন পরিস্থিতি মোকাবিলা বিষয়ে প্রস্তুত করার জন্য আয়োজন করা হয়েছিল।
সিইসি বলেন, 'নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভোটের মাঠে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে।'
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী সাতটি উপজেলায় তারা এককভাবে দায়িত্ব পালন করবে। ভোটের আগে ও পরে মোট চার দিন তারা দায়িত্ব পালন করবে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন