সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নতুন করে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিভিন্ন স্থানে সংঘটিত এসব হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আরেকজন বন্দীর মৃতদেহ উদ্ধারের দাবি করেছে।

সোমবার দক্ষিণ গাজার বানি সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। ঘটনাস্থলটি তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরের, যা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে পড়ে।

এদিকে গাজার সিভিল ডিফেন্স জানায়, গাজা সিটির উত্তরাংশে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া এক অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরিত হলে একটি শিশু নিহত এবং কয়েকজন শিশু গুরুতর আহত হয়।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক তরিক আবু আজযুম জানিয়েছেন, দিনজুড়ে উত্তর ও দক্ষিণ গাজায় বিমান হামলা, আর্টিলারি হামলা ও হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ অব্যাহত ছিল। বেইত লাহিয়া, রাফাহের উত্তর-পূর্বাংশ ও খান ইউনিসের উপকণ্ঠে ট্যাংক ও হেলিকপ্টার হামলার ঘটনাও নিশ্চিত হয়েছে।

মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপ থেকে একটি পরিবারের আট সদস্যের লাশ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স, পুলিশ ও রেড ক্রসের যৌথ দল। স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফা জানায়, ইসরায়েলের পূর্ববর্তী এক হামলায় তাদের বাড়িটি ধসে পড়ে।

গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্যমতে, যুদ্ধবিরতি শুরুর পর এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮২। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে এখনও ৯ হাজার ৫০০–এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন