সর্বশেষ

রাজনীতি

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির গভীর উদ্বেগ ও নিন্দা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনাকে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধর্ম ও সম্প্রীতি সেল।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে দলটি এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, আবুল সরকারকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে তার সমর্থকদের ওপর হামলা ও ধাওয়ার মতো ঘটনা উদ্বেগজনক। মতবিরোধ বা অভিযোগ যাই থাকুক না কেন-সহিংসতা ও আইনহীনতার কোনো গ্রহণযোগ্যতা নেই। বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে বাউল, ফকির, সুফি, তাসাওফসহ বিভিন্ন ধারার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা সংরক্ষণ করা জাতীয় সম্প্রীতির অংশ।

এনসিপি আরও জানায়, ধর্মীয় ব্যাখ্যা বা মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও এর সমাধান কখনোই সহিংসতার মাধ্যমে হতে পারে না। দেশের দায়িত্বশীল আলেম সমাজ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ দাওয়াত, ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে দ্বীনের শিক্ষা প্রচার করছেন-এটি বাংলাদেশের মূল্যবান ঐতিহ্য।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভুল ব্যাখ্যা বা উত্তেজনা তৈরি হলে জনগণকে শান্তি, সংযম ও আইনের প্রতি শ্রদ্ধার পথে রাখার দায়িত্ব আলেম সমাজ সবসময় পালন করেছেন। ধর্ম ও সমাজের প্রশ্নে সহিংসতার কোনো স্থান নেই-এ নীতি ধরে রাখা প্রয়োজন।

এনসিপি জানায়, শান্তিপূর্ণ দাওয়াত, যুক্তিসঙ্গত আলোচনা ও জ্ঞানভিত্তিক সংলাপই দ্বীনের প্রকৃত নির্দেশনা। একই সঙ্গে দলটি মানববন্ধনে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশে সম্প্রীতির পরিবেশ রক্ষার আহ্বান জানায়।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন